ফাস ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১১-৩০ ১৩:৩৪:২৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (জানুয়ারি’২৩-মার্চ’২৩)
সমাপ্ত প্রথম বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২২) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ৬৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯১ টাকা ০১ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৩-জুন’২৩)
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২২) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি লোকসান হয়েছে (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৩ টাকা ২০ পয়সা লোকসান ছিল।

গত ৩০ জুন,২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৫ টাকা ৪২ পয়সা নেগেটিভ।

তৃতীয় প্রান্তিক (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩)
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি একত্রিত শেয়ার প্রতি লোকসান করেছে ১৩ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ১৭ টাকা ৭৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৯ টাকা ৭৫ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস