লেনদেনের শীর্ষে খুলনা প্রিন্টিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-০২ ১০:২৫:০৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ৩২ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার ৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ১১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৮২ কোটি ৭৪ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের ২ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৩৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ০৩ লাখ ১০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ফু-ওয়াং ফুডের ৬৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৬৬ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা, প্যাসেফিক ডেনিমসের ৬৪ কোটি ৪০ লাখ টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৫৩ কোটি ৩০ লাখ টাকার, জেমিনি সী ফুডের ৪৭ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৭৮ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস