দিনাজপুরে চলন্ত ট্রাকে আগুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-০৩ ১৪:৪৯:৪৬
দিনাজপুরের কাহারোলে ধানবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেছে। আহত হয়েছেন চালক ও হেলপার।
শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহরোল উপজেলার রামপুরা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে কাহারোল উপজেলার রামপুরা বাজারে কয়েকজন ট্রাকটিতে ঢিল ছুড়ে গতিরোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এই আগুন ও তড়িঘড়ি করে নামতে গিয়ে ট্রাকের চালক আনিস রহমান ও হেলপার মফিজুল ইসলাম আহত হন। পরে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে।
কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম বলেন, এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এম জি