অবরোধ: সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৪ ১১:১৮:১৫


বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ অবরোধের দ্বিতীয় দিন আজ। চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।

এদিকে‌ অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকেই ঢাকাসহ সারাদেশে স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে জনসাধারণের উপস্থিতিও বাড়ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা বলেন, ঢাকা ও এর আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এম জি