নদীগুলো সুরক্ষিত রেখে যেকোনো পরিকল্পনা নিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট: ২০২৩-১২-০৭ ০৮:৫৭:০৪


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলোকে সুরক্ষিত রেখে যেকোনো পরিকল্পনা নিতে হবে। নদীগুলোকে দূষণ মুক্ত করতে হবে। নদীগুলোই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। তাই নদীগুলোকে বাঁচাতে হবে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত নদী বিষয়ক এক সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীগুলোকে বাঁচাতে হবে। দূষণ ও দখল বন্ধ করে ফিরিয়ে আনতে হবে নাব্য।

আগামী দশ বছরের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে নদীর কথা মাথায় রাখতে হবে।

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ। ঢাকার চারপাশের এই চারটি নদীর দখল-দূষণ বন্ধে, নাব্য ফিরিয়ে আনতে মহাপরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে একটি মহাপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি টাস্কফোর্স কাজও শুরু করেছে।

এম জি