ওবায়দুল কাদের
অর্থনৈতিক সংকট হতে পারে, পরিস্থিতি সামালে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী
আপডেট: ২০২৩-১২-০৭ ০৮:৫৬:৪৯
অর্থনৈতিক সংকটের আশঙ্কার কারণে এখন থেকেই পরিস্থিতি সামাল দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
নির্বাচনের পর কোনো ধরনের অর্থনৈতিক চাপ বা অবরোধের আশঙ্কা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কিছু সমস্যা তো আছেই। এই যে নাশকতার একটা ক্ষতি আছে, হরতাল অবরোধের ক্ষতি আছে- সেটা তো আমরা অস্বীকার করতে পারব না। নতুন পরিস্থিতির উদ্ভব হতে পারে, অর্থনৈতিক সংকট হতে পারে এটা চিন্তা করে পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমাদের নেত্রী ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। যথা ব্যবস্থা যথাযথ সময়ে নেয়ার চিন্তা রয়েছে।
‘গণতান্ত্রিক সরকার ছাড়া অন্য কোনো অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার’ অঙ্গীকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা এমনভাবে হওয়া উচিত। একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই নীতিতে আমরা আপসহীন। অনির্বাচিত কেউ এসে অস্বাভাবিক সরকার করবে- এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
এএ