আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৫ ২০:৩৫:৫১
আদালত প্রাঙ্গণে বোমা হামলার মতো ঘটনায় দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল, বিচারকগণের গাড়ি ও বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এক বার্তায় এ তথ্য জানান।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ও জেলা জজ আদালত ও খুলনায় বোমা হামলা হয়েছে। ইতোপূর্বে কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় বিচারপ্রার্থীকে হত্যার ঘটনা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে সারা দেশের বিচারকগণ চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি। বিজ্ঞপ্তিতে পুলিশ মহাপরিদর্শকের উদ্দেশ্যে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
এএ