মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-০৬ ১১:০০:৩৫


পুঁজিবাজারের ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড ‘এমটিবিপিবন্ড’। আর কোম্পানি কোড ‘২৬০১৫’। ২০০৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটিকে বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের জন্য ২০২২ সালের ১২ অক্টোবর অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বন্ডটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি নন-কনভার্টিবল (শেয়ারে রূপান্তরযোগ্য নয়), আনসিকিউরড (এর বিপরীতে কোনো জামানত রাখা নেই), ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড। এর কুপন রেট হতে পারে ৬ থেকে ১০ শতাংশ।

বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস