ডিবি অফিসে শাহজাহান ওমর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৬ ১৪:৫৬:১৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অফিসে গেছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমর।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিবি অফিসে যান তিনি।
এর আগে বেলা ১১টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করতে সুপ্রিম কোর্টে যান শাহজাহান ওমর। কিছুক্ষণ অপেক্ষা করেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেননি তিনি।
এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শাহজাহান ওমরের প্রবেশকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরবর্তীতে তাকে সেখান থেকে বের করে দেওয়ার খবরও এসেছে।
এর আগে মঙ্গলবার বেলা দুইটার দিকে শাহজাহান ওমর নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে ইত্তেফাক অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এম জি