দর পতনের শীর্ষে লিব্রা ইনফিউশনস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১২-০৭ ১৫:৩৬:২৩
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশনস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১০৯ বারে ৩৪ হাজার ৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আফতাব অটোমোবাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৯০ বারে ৩২ লাখ ১০ হাজার ১৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৪৯ বারে ৮০ হাজার ৮৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমসের ২.৯১ শতাংশ, দেশবন্ধু পলিমারের ২.৯১ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৭৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৭০ শতাংশ, স্টাইলক্র্যাফটের ২.৪৩ শতাংশ , ন্যাশনাল ফিডের ২.৩১ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ২.২৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস