বদলির জন্য ইসিতে আরও ১১০ ইউএনওর নাম

আপডেট: ২০২৩-১২-০৬ ১৯:৫৮:২২


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বদলির জন্য আরও ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নাম ইসিতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, আরও ১১০ জন ইউএনওর নাম আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি, তারা সেখান থেকে কোনো নাম বাদ দেবে কি না আমরা জানি না।

তবে কতধাপে কিংবা সবমিলিয়ে কতজন ইউএনওকে বদলি করা হবে, সে বিষয়টিও তিনি নিশ্চিত করতে পারেননি। ওই কর্মকর্তা বলেন, ‘এটা সবশেষে জানা যাবে’।

কতদিনের মধ্যে এই বদলির কাজ শেষ হবে, জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম এ সপ্তাহের মধ্যেই শেষ করতে। বদলির ক্ষেত্রে এক জেলার ইউএনওকে আরেক জেলায় কিংবা একই জেলায় বদলি করা হতে পারে। তবে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি করা হচ্ছে না।’

এরআগে সোমবার ৪৭ ইউএনওকে বদলির অনুমোদন দিয়েছিল নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৫০ জন ইউএনওকে বদল করা হতে পারে।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়। এতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। ইউএনওদের পাশাপাশি সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় ইসি।

এএ