যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-০৭ ১২:২৩:১৭


যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। বুধবার (০৬ ডিসেম্বর) লাস ভেগাসের এই বিশ্ববিদ্যালয়ে অতর্কিত হামলায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। ওই সময় বন্ধুকযুদ্ধে আক্রমণকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

লাস ভেগাসের পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, নেভাদা বিশ্ববিদ্যালয় (ইউএনএলভি) ক্যাম্পাসে বুধবার পৌনে বারোটার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওই সময় ঘটনাস্থলে ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। বন্দুকযুদ্ধে সন্দেহভাজন নিহত হয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করছিল। তখন যদি হামলাকারীকে পুলিশ হত্যা না করত তাহলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত।

ঘটনার সময় ডেস্কের নিচে লুকিয়ে থাকা নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেভানি মার্টিন বলেন, পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। ছাত্র-ছাত্রীদেরকে রক্ষা করার চেষ্টা করেছি। পরিবেশ এমন ছিল যে ভয়ে চিৎকারও করতে পারিনি। দ্বিতীয়বার এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনও কিছু বলেনি কর্তৃপক্ষ।

এনজে