ভাঙ্গায় কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-০৮ ১২:৪১:১৪


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডের কুমার নদের উপর জোড়া সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সৌরভ বিশ্বাস(২০) পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে। সৌরভ নগরকান্দা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, বিষয়টি এখনই বলা যাচ্ছে না হত্যা নাকি আত্মহত্যা। অনুসন্ধান চালিয়ে জানা যাবে আসল রহস্য।

এম জি