লিও জেলার রিজিউনাল ডিরেক্টর হলেন অ্যাড. আরাফাত খান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১০ ১৮:৪৯:০৪


লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা ৩১৫বি৩ বাংলাদেশের লিও জেলা ৩১৫বি৩ এর ২০২৩-২৪ সালের রিজিওনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অ্যাডভোকেট আরাফাত খান।

সম্প্রতি দায়িত্ব গ্রহন উপলক্ষে তাকে লিও ব্যাচ পড়িয়ে দেন লিও জেলার প্রেসিডেন্ট লিও মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন ফারহানা নাজ সুধা ও সেকেন্ড জেলা ভাইস গভর্নর লায়ন শাহ আবু রুশদ মুনির।

উল্লেখ্য যে, ইতিপূর্বে সফলতার সাথে আরাফাত খান লিও ক্লাব অব মৌচাকের প্রেসিডেন্ট ও লিও জেলার জেলা ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট আরাফাত খান পেশায় একজন আইনজীবী। তিনি ছোটবেলা থেকেই আর্থসামাজিক কার্যক্রমে যুক্ত আছেন। বরিশালে জন্মগ্রহণকারী আরাফাত খান দশম ক্লাশে পড়াকালীন সময়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তার বাবার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার তরুনদের জন্য একটি পাঠাগার তৈরীর মাধ্যমে তার সামাজিক কার্যক্রমে পথচলা শুরু হয়। এরপর নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াকালীন তিনি নিজেই ইয়ূথ ভিশনারী নামে একটি একাডেমীক ক্লাব প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আরো বড় পরিসরে কাজ করতে স্বপ্ন৩০ নামে একটি উদ্যোগ গ্রহন করেন যা আজও চলমান রয়েছে।

উকিল আরাফাত খান এখন স্বপ্ন৩০ এর একটি প্রজেক্ট ৩০ মিনিট ক্লাবের মাধ্যমে দেশের ত্রিশ হাজার নাগরিক কে আইনের প্রয়োজনীয় প্রাথমিক নলেজ শিখাতে একটি কার্যক্রম পরিচালনা করিতেছেন।

এম জি