ফারইস্ট নিটিংয়ের আর্থিক প্রতিবেদন সংশোধন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১২ ১১:৩০:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন সংশোধন করা হয়েছে। সংশোধনের পর কোম্পানির ইপিএস ও এনএভি কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সংশোধনের পর কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ০৫ পয়সা বা ৩ দশমিক ২৬ শতাংশ।
এছাড়া, সংশোধনের পর কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এনএভি বেড়েছে ১০ পয়সা বা ০ দশমিক ৫১ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস