গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-১২ ১৩:২৪:০৫


গাজীপুরের গাছা থানাধীন ঝাজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে গাজীপুর মহানগরের সদর থানার ঝাজর এলাকায় মেসার্স সামনা ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যানে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত কাভার্ডভ্যানটি হঠাৎ থেমে যায়। মানুষ আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট বের হয়। কিছুদূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানানো হলে টিম ফিরে আসে।

এম জি