গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় ঢাকায় মামলা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৪ ২০:০৬:৩১


গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রেলওয়ের কর্মকর্তা আশরাফুল আলম খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আজ বিকেল সাড়ে ৪টায় মামলা রুজু হয়। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের। নাশকতা ও হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছিল। এ ছাড়া রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হন।

এম জি