জামালপুরে সড়কে ২ জন নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৫ ১৪:২৬:২০
জামালপুরে বাস-লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও ছয়জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তিতপল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও শামছুল হোসেন (৫২)। আনোয়ার হোসেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাসিন্দা ও শামছুল হোসেন জামালপুর সদরের ছোনটিয়া গ্রামের বাসিন্দা। তারা দুজন সবজি ব্যবসায়ী।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ঢাকাগামী সাদনান পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আসা লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাতে থাকা দুই সবজি ব্যবসায়ী নিহত হন। এসময় আরও ছয়জন যাত্রীরা আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
এনজে