ধামরাইয়ে সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৬ ১০:৫৯:২৩


ঢাকার ধামরাইয়ে ইট ভাঙার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুয়েল (৩২) ও নাঈম হোসেন (২০)। জুয়েল ধামরাইয়ের বালিথা গ্রামের আমির উদ্দিনের ছেলে ও নাঈম একই এলাকার ইদ্রিস আলীর ছেলে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ধামরাইয়ের কালামপুর এলাকার ডাবর কারখানা সংলগ্ন ব্রিজের ওপরে ইট ভাঙা ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত অপর একজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি জব্দ করে তার চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনজে