সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিল বিএনপি
আপডেট: ২০২৩-১২-১৬ ১৯:২৯:৩০
সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, বিএনপিসহ সমমনা দলগুলোর যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করা হবে।
তিনি বলেন, এটা মানুষের পক্ষের হরতাল, গণতন্ত্রের পক্ষের হরতাল, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের হরতাল, নাগরিক স্বাধীনতার পক্ষের হরতাল।
রিজভী আরও বলেন, আমি আপনি আমরা যারা স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, তাদের জন্য এই হরতাল। এই হরতাল কারও কৃতদাস হওয়ার জন্য নয়। একটি একদলীয় নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের অধীনে আমরা প্রত্যেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব, সেটির বিরুদ্ধে এই হরতাল।
এএ