শরিকদের যে ৩২ আসন ছেড়ে দিল আ. লীগ
আপডেট: ২০২৩-১২-১৭ ১৮:০০:১২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে কয়েক দফা বৈঠকের পর আসন সমঝোতায় পৌঁছেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে। আর শরিকদের ছেড়ে দিয়েছে ৬টি আসন।
রোববার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
যেসব আসনে ছাড় পেয়েছে জাতীয় পার্টি
সাতক্ষীরা-২, ঠাকুরগাঁও-৩, নীলফামারি-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, পুটিয়াখালী-১, বরিশাল- ৩, ফেনী-৩, চট্টগ্রাম- ৫ ও ৮, ময়মনসিংহ- ৫ ও ৮, ব্রাহ্মণবাড়িয়া- ২, ফিরোজপুর-৩
১৪ দল যেসব আসনে ছাড় পেয়েছে
বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।
এএ