সব নেতাকে মুক্তির প্রস্তাব দিয়েও বিএনপিকে নির্বাচনে আনা যায়নি: কৃষিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৭ ১৮:১৩:৩৭
বিএনপিকে নির্বাচনে আনার জন্য দলটির সব কারাবন্দি নেতাকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে বিএনপি সেই প্রস্তাবেও রাজি হয়নি বলে জানান তিনি।
চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। রোববার (১৭ ডিসেম্বর) সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
এছাড়া দেশকে স্থিতিশীল রাখতে এবং সহিংসতা আটকাতেই বিএনপি নেতাদের কারাবন্দি করে রাখা হয়েছে বলে জানান আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, ‘২০ হাজার [বিএনপি নেতা-কর্মীকে] গ্রেপ্তার না করলে আজকে এই যে গাড়ি চলতেছে হরতালে, আপনি কি রাস্তায় গাড়ি দেখতেন? এ ছাড়া আমাদের জন্য কোনো গত্যন্তর ছিল না, কোনো অলটারনেটিভ [বিকল্প] ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করে করেছি।’
বিএনপিকে ভোটে আনার সব চেষ্টাই করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে যে, তারা [বিএনপি] যদি নির্বাচনে আসে, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। এবং পিছিয়েও দেওয়া নয়—বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ওই দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করে। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ ছাড়া দলটির আরও অনেক নেতাকর্মী এখন কারাগারে।
এএ