বাংলাদেশ-ভারত নৌ সচিব পর্যায়ের সভা শুরু কাল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৮ ২০:০২:১৩


বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে৷ ঢাকার একটি হোটেলে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির (আইজিসি) এ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা, পিআইডব্লিউটিঅ্যান্ডটির অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং আইজিসি সভা ১৯ ও ২০ ডিসেম্বর ঢাকায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে।

সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের পক্ষে এ সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ সভায় অংশগ্রহণের জন্য ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের তালিকা দিয়েছে ভারত।

এএ