পিরোজপুরে বাসচাপায় যুবক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-১৯ ১৬:১৭:৫০
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাসচাপায় মোহাম্মদ মারুফ তালুকদার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর এলাকায় পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। মারুফ ওই উপজেলার টগড়া এলাকার মাওলানা আব্দুস সালাম তালুকদারের ছেলে।
মারুফের বাবা আব্দুস সালাম তালুকদার জানান, সকালে তার ছেলে মারুফ মোটরসাইকেলযোগে টগড়া এলাকায় তাদের বাড়ি থেকে পিরোজপুরের উদ্দেশে রওনা হয়। পরে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল পরিবহনের একটি বাসা তার ছেলেসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে মারুফ গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার গুরুত্বর হওয়া জেলা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে মারা যান মারুফ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বনফুল পরিবহনের বাসটির চালক ও বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম জি