পুঁজিবাজারে বিও খুললেন প্রধানমন্ত্রী

সানবিডি২৪ আপডেট: ২০২৩-১২-১৯ ২২:৫২:৫৭


পুঁজিবাজারে বিও অ্যাকাউন্ট  (বেনিফিশিয়ারি ওনার্স) খুললেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহানা। পুঁজিবাজারের অন্যতম ব্রোকারেজ হাউজ উত্তরা ব্যাংক সিকিউরিটিজে তারা এই হিসাব খুলেছেন। বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, জাতির পিতার উত্তরা ব্যাংকের ৪০ টি শেয়ার ছিলো। বর্তমান সংখ্যায় লভ্যাংশসহ তার যোগ্য উত্তরসূরীদের কাছে আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শেয়ারগুলো প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করতে পেরে আমরা দায়মুক্ত হলাম।

শেয়ার সার্টিফিকেট ও বিও হিসাব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি-গভর্নর কাজী-ছাইদুর-রহমান।