দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২০ ১৬:৪৯:২২


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬১৭ বারে ৬ লাখ ৭১ হাজার ৩৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫২০ বারে ৩২ হাজার ৩০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৩৭ বারে ২ লাখ ৩১ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৪.৪০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.১২ শতাংশ, এডভেন্ট ফার্মার ৩.৯৫ শতাংশ,আজিজ পাইপ্স ৩.৯০ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৩.৭৩ শতাংশ, আনলিমায়ার ডাইংয়ের ৩.৬৯ শতাংশ এবং আফতাব অটোর ৩.৬৪ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস