বঙ্গজের উদ্যোক্তার শেয়ার উত্তরাধিকারের মাঝে হস্তান্তরের নির্দেশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২০ ১৭:০৯:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের এক উদ্যোক্তার শেয়ার তার উত্তরাধিকারের মাঝে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বঙ্গজের উদ্যোক্তা পরিচালক রবিউল হক চলতি বছরের ১৫ জানুয়ারি মারা যান। ফলে এই পরিচালকের হাতে থাকা কোম্পানিটির ১ লাখ ৬৮ হাজার ১৪৫টি শেয়ার তার দুই পুত্র ইফতেখারুল হক এবং আসিফ ওয়াকিফুল হকের মাঝে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত।

ইফতেখারুল হক উত্তরাধিকার সূত্রে তার বাবার ৮৪ হাজার ৭৩টি শেয়ার এবং আসিফ ওয়াকিফুল একই কারণে বাঙ্গাসের ৮৪ হাজার ৭২টি শেয়ারপ্রাপ্ত হবেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস