দর পতনের শীর্ষে সী পার্ল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১২-২১ ১৬:১০:১৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪৮৪ বারে ১৪ লাখ ৩৫ হাজার ৫৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আনলিমা ইয়ার্নের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৪৭ বারে ৯ লাখ ৮২ হাজার ৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ১০৮ বারে ৬৩ লাখ ২৩ হাজার ২৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সিএপিএম আইবিবিএলের ৯.২১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.৮২ শতাংশ, আফতাব অটোর ৮.৮০ শতাংশ,স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৭৪ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৮.২৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.১৪ শতাংশ এবং ঢাকা ডায়িংয়ের ৮.০০ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস