একুশ ল্যাঙ্গুয়েজের নামে শাখা পরিচালনা করে প্রতারণার অভিযোগ

প্রতিনিধি আপডেট: ২০২৩-১২-২১ ২০:৫৭:৫৮


একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইন্সটিটিউটের নামে বগুড়া ও নওগাঁয় শাখা খুলে প্রতারণার অভিযোগ উঠেছে।

বগুড়া কারমাইকেল রোড ও নওগাঁ সদর থানা রোডে কতিপয় কিছু ব্যক্তি একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইনস্টিটিউের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির নাম হুবহু ব্যবহার করে কোরিয়ান ভাষা শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।

উক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে একুশ ল্যাঙ্গুয়েজ সেন্টার এন্ড আইটি ইনস্টিটিউট ফার্মগেট শাখার সাথে কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম।

এই বিষয়ে তিনি জানান, আমার প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে ঢাকার-১৩১/ বি গ্রীন রোড জাহানারা গার্ডেনে সুনামের সাথে পরিচালনা করে আসছি। একটি প্রতারক চক্র আমার প্রতিষ্ঠানের সুনাম, সাফল্য ও ভাবমূর্তি নষ্ট করার জন্য বগুড়া ও নওগাঁয় অন্যায় ভাবে প্রতিষ্ঠান খুলে বসে।

বগুড়া ও নওগাঁর প্রতিষ্ঠানের সাথে আমার ও একুশের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। ইতিমধ্যে প্রতারক চক্রের নামে শেরেবাংলা নগর থানায় অভিযোগ (জিডি নং ১৭৮৭) করেছি।

উক্ত বগুড়া ও নওগাঁ শাখার সাথে যদি কোন ব্যক্তি বা শিক্ষার্থী আর্থিক লেনদেন করে থাকলে একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইনস্টিটিউট ফার্মগেট শাখা কোন ধরনের দায়ভার গ্রহণ করবে না বলেও জানান তিনি।

এএ