বিশ্ববাজারে স্বর্ণের দর ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২২ ২০:২২:০৪


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) নিরাপদ আশ্রয় ধাতুটির দর গত ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ২০২৪ সালের শুরুর দিকে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় দেশটির মুদ্রা ডলারের মান কমেছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। ফলে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০৪৮ ডলার ৯৯ সেন্টে। দিনের শুরুতে তা গত ৪ ডিসেম্বরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সবমিলিয়ে চলতি সপ্তাহে বুলিয়নের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ৫ শতাংশ।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৬০ ডলার ৫০ সেন্টে।

এশিয়া প্যাসিফিকের ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, আগামী মার্চে সুদের হার কমাতে পারে ফেড। এই আভাসে ইউএস ট্রেজারি ইল্ড নিম্নগামী হয়েছে। স্বর্ণের বর্তমান মূল্যের জন্য যা অনুঘটক হিসেবে কাজ করছে।

ইতোমধ্যে ডলার সূচক বিগত ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। আর ১০ বছর মেয়াদি বন্ড ইল্ড গত জুলাইয়ের পর সর্বনিম্ন স্তরে ঠেকেছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ আকর্ষণীয় হয়ে উঠেছে।

এএ