সাপ্তাহিক দর পতনের শীর্ষে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১২-২৩ ১১:১০:৩৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২২ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৮০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আফতাব অটোমোবাইলসের ১১.৩১ শতাংশ, এসকে ট্রিমসের ১০.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ১০.১৪ শতাংশ, আজিজ পাইপসের ১০.০১ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৯.৮০ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৫৮ শতাংশ এবং সিমটেস্ক ইন্ডাস্ট্রিজের ৬.৯৬ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস