আকরিক লোহার দর কমলো
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২৬ ১০:০৬:০৮
আকরিক লোহার মূল্য নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে পারে চীন সরকার। এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে শক্ত ধাতুটির দাম কমেছে। সোমবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ। প্রতি টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৯৭০ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১৩৫ ডলার ৯৮ সেন্টে।
তবে বড়দিনের ছুটির কারণে এদিন সিঙ্গাপুর এক্সচেঞ্জ বন্ধ ছিল। স্বাভাবিকভাবেই সেখানে লেনদেন হয়নি। এর আগে গত শুক্রবার বেঞ্চমার্কটির টনপ্রতি দাম ছিল ১৪০ ডলার। বিগত ১০ মাসের মধ্যে তা ছিল সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে আকরিক লোহার দর বেড়েছে। ফলে ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে পারে বিশ্বের শীর্ষ ভোক্তা চীনের সরকার। এই আশঙ্কায় অবশেষে কঠিন ধাতুটির দরপতন ঘটলো।
আমানতের ওপর সুদের হার কমিয়েছে চীনা ব্যাংকগুলো। এই খবরে গত সপ্তাহে ইস্পাত তৈরির মূল উপকরণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। সেসময় শুরুর দিকে টনপ্রতি লৌহ আকরিকের দর ছিল ৯২১ ইউয়ান বা ১২৯ ডলার ১৮ সেন্ট। সেখান থেকে সপ্তাহের ব্যবধানে মূল্য বৃদ্ধি পেয়েছে ৪৯ ডলার।
এম জি