ফরিদপুরের নতুন এসপি মোর্শেদ আলম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২৬ ১৫:০০:৪০
মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
একই সঙ্গে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করা হয়েছে। তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা আদেশে সোমবার (২৬ ডিসেম্বর) বদলির কথা উল্লেখ করা হয়।
পুলিশ সুপার বদলির বিষয়ে অনাপত্তির ওই চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।
একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।
এম জি