সুষ্ঠু নির্বাচন হলে ১০ শতাংশ ভোটও পাবে না সরকার: মঈন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২৭ ১৬:২৪:৫৯


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করছে সরকার। আর নির্বাচন কমিশন যাত্রাপার্টির ভূমিকা পালন করছে। সরকার আজকে নির্বাচনের নৈতিক খেলায় পরাজিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা ১০ শতাংশ ভোটও পাবে না। এজন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে তারা ভয় পায়। সরকার হুমকি-ধমকি দিয়ে সাহস সঞ্চার করছে, কিন্তু তারা ভেতরে ভয়ে আছে।

বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, আজকে নির্বাচনের নামে প্রকাশ্য গরুর হাটের মতো প্রার্থীদের কেনাবেচা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। বিশ্বের কোথাও বাহাদুরি করে এভাবে আসন কেনাবেচা ও ভাগাভাগি হয় বলে দেখিনি।

তিনি আরও বলেন, আপনারা কেউ ৭ জানুয়ারি ভোটকেন্দ্র যাবেন না। পাতানো নির্বাচন এরইমধ্যে জনগণ বর্জন করেছে। কারণ, ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল আগেই তৈরি করা হয়েছে। কে কতো ভোট পাবে, কত শতাংশ ভোট পড়বে তা তেরি আছে। কম্পিউটারে টিপ দিলেই জেলায় জেলায় চলে যাবে এবং নির্বাচন কমিশনও সেই ফলাফল প্রকাশ করবে।

মঈন খান বলেন, গত দুই মাসে বিএনপি মহাসচিবসহ ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একতরফা নির্বাচন করতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিগত ১৫ বছরে লক্ষাধিক মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে বিরোধী দলের ওপর এমন নির্যাতন হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা রাজতন্ত্রে বিশ্বাস করে। সরকার চিরস্থায়ী ক্ষমতা বন্দোবস্ত করতে চায়। বিএনপিসহ ৫৯টি বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তারা দেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। লগি-বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সরকারকে পতন ঘটাতে হবে এমন কথায় বিশ্বাস করি না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ধারায় আন্দোলন চলবে।

এম জি