ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সৈয়দ ফারহাত আনোয়ার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-২৭ ২২:১১:৪৩


বাংলাদেশ ব্যাংকের নতুন গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন সৈয়দ ফারহাত আনোয়ার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে তিনি এই দায়িত্ব নিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) নতুন পরিচালনা পর্ষদের ৪৯১ তম সভার সভাপতিত্ব করেন সৈয়দ ফারহাত আনোয়ার। এ সময় পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালকদ্বয় ও বিভিন্ন পরিচালকেরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক সৈয়দ ফারহাত আনোয়ার শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন ৩৫ বছরেরও বেশি সময় ধরে। শিক্ষকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে দৈনিক কালের কণ্ঠে দেশের ৩০ জন শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একজন হিসেবে তাঁকে স্বীকৃতি দেওয়া হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সৈয়দ ফারহাত আনোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কানাডার নিউ ব্রান্সউইক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং সিস্টেমে পিএইচডি করেছেন।

৭০ টির বেশি প্রকাশনা রয়েছে সৈয়দ ফারহাত আনোয়ারের। তিনি সিঙ্গার (বাংলাদেশ) এবং মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। এশিয়া মার্কেটিং ফেডারেশনের সভাপতির পদে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন একাডেমিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি ফারহাত শিক্ষা, ফার্মাসিউটিক্যালস, পোশাক, আইসিটি, রিয়েল এস্টেট এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে বিপণন, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক কর্মকৌশলগত অ্যাডভাইজারির দায়িত্ব পালন করছেন।

এএ