গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ২১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২৮ ১১:৩৪:৫৭


গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এরই মধ্যে ৮৩তম দিনে পৌঁছেছে এই বর্বর আগ্রাসন। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৬ হাজার ৩০০ নারী ও ৮ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে বলে গাজার মিডিয়া অফিস বুধবার জানিয়েছে। এছাড়া নিহতের মধ্যে চার হাজার শিক্ষার্থীও রয়েছে।

গাজার মিডিয়া অফিস বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার হাসপাতালে নিয়ে আসা নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ১০০ জনে পৌঁছেছে। এই যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী ১ হাজার ৭৭৯টি গণহত্যা চালিয়েছে। যার ফলে ২৮ হাজার ১১০ জন ব্যক্তি শহীদ এবং নিখোঁজ হয়েছেন।

সূত্র: আল জাজিরা