দিল্লিতে ঘন কুয়াশায় ১১০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২৮ ১১:৫৮:০৩


দিল্লিতে ঘন কুয়াশার কারণে ১১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সর্বশেষ ফ্লাইটের জন্য তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ট্রেন চলাচলও ব্যহত হয়েছে। হিন্দুস্থান টাইমস

স্থানীয় সময় বুধবার সকালে দিল্লি বিমানবন্দরের ১১০টির বেশি ফ্লাইট কুয়াশার কারণে ওঠানামায় বিলম্ব বা বাতিল করা হয়। শৈত্যপ্রবাহ চলতে থাকায় দেশটির আবহাওয়া অফিস রাজধানীতে ঘন কুয়াশা নিয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে। দিল্লি ছাড়াও পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

পাঞ্জাবের অনেক জায়গায় এবং উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় ঘন থেকে তীব্র কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরাখণ্ডের কয়েকটি জায়গাসহ রাজস্থানের বিচ্ছিন্ন জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

কুয়াশার কারণে দিল্লিগামী ২৫টির মতো ট্রেনও ছাড়তে বিলম্ব হয় বলে উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। রাস্তাগুলোও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় উত্তরপ্রদেশ জুড়ে কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষে এক জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

এম জি