বিএনপি ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: প্রধানমন্ত্রী
আপডেট: ২০২৩-১২-২৮ ১৩:১২:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল।
শেখ হাসিনা বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।
এম জি