ডলারের বদলে স্থানীয় মুদ্রা ব্যবহার করবে ইরান-রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২৮ ১৫:২৯:১০
বানিজ্যে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি করেছে ইরান ও রাশিয়া। রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইইইউ) এর সদস্যরা ২৫ ডিসেম্বর ইরানের সঙ্গে বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের পূর্ণাঙ্গ অবাধ বাণিজ্য চুক্তি করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছে, রাশিয়ায় দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে বৈঠক চলাকালে চুক্তিটি চূড়ান্ত হয়। ব্যাংকগুলো ও বাণিজ্য কুশীলবরা এখন থেকে সুইফটভুক্ত (এসডব্লিউআইএফটি) নয় এমন আন্তঃব্যাংক ব্যবস্থাসহ অবকাঠামোগুলো ব্যবহার করে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে পারবে।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেইন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করার কারণে রাশিয়ার বৈদেশিক বাণিজ্য সীমিত হয়ে পড়েছে আর তারা ইউরোপের বাইরে বাজারের খোঁজ করতে বাধ্য হয়েছে, এই পরিস্থিতিতে ইরান ক্রমবর্ধমানভাবে ক্রেমলিনের জন্য গুরুত্বপূর্ণ উঠছে।
এদিকে আগে থেকেই ইরান ও রাশিয়া, উভয় দেশের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা জারি আছে।
এম জি