নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জিততে চায় আওয়ামী লীগ: কামরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২৯ ১৯:৩০:১৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় সরগরম ঢাকা-০২। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল থেকে সাভারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-০২ আসনে নৌকার কাণ্ডারি অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সাভারের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
সমাবেশে কামরুল ইসলাম বলেন, আগামীতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জিততে চায় আওয়ামী লীগ। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহবান জানান তিনি।
বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে অভিযোগ করে কামরুল ইসলাম বলেন, এবারের নির্বাচনকে ভোট উৎসবে পরিণত করে তাদের জবাব দিতে চায় আওয়ামী লীগ।
এএ