সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-৩০ ১১:৩২:৩১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এমসিএল সিএমসিএফ জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২৭ দশমিক ৩৫ শতাংশ। ইউনিটটি সর্বমোট ২৯ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৬ লাখ ৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২০ দশমিক ৭৮ শতাংশ। ইউনিটটি সর্বমোট ৯ কোটি ৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৬ লাখ ৩০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০.৫১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪.৫৪ শতাংশ, রূপালী ব্যাংকের ১৩.৭২ শতাংশ, রূপালী লাইফের ১৩.৩৩ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ১৩.১৩ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১১.২৭ শতাংশ এবং আইএফআইএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৭ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস