অঘটন ঘটিয়ে কেউ দেশ ছাড়তে পারবে না: ইসি আলমগীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-৩১ ১৮:২০:৩৯


নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য সবকিছু আয়োজন করেছি। ভোটারদের কোনো ভয় নেই। আমরা প্রত্যেক ভোটার এবং নাগরিককে মোবাইলে মেসেজ দিচ্ছি ভোট সুষ্ঠু হবে। অতীতের সব রেকর্ড ভেঙে বেশি পরিমাণে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মাঠে নামাচ্ছি। অঘটন ঘটিয়ে কেউ কোথাও যেতে পারবে না। এয়ারপোর্টেও বলা আছে অঘটন ঘটিয়ে কেউ যেন দেশ ছাড়তে না পারে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৮ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এ বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এ দেশের প্রতিটি মানুষ সম্মানিত। কেউ যেন কারও সম্মানে আঘাত না করে।

বিএনপিকে উদ্দেশ্য করে মো. আলমগীর বলেন, একটা রাজনৈতিক দল যদি বলে তারা নির্বাচনে যাবে না সেটা তারা বলতে পারে। কিন্তু ভয় দেখানো অথবা বলপ্রয়োগ করে প্রতিহত করতে পারে না। কারণ, নির্বাচন আইনানুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বা রিটার্নিং কর্মকর্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

এএ