এবার বিদেশে নগদ অর্থ তোলা বন্ধ করল ইবিএল
আপডেট: ২০২৩-১২-৩১ ২১:০৬:৫৭
ডলার সংকটের কারণে বেসরকারি ব্র্যাকের পর এবার দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈদেশিক মুদ্রা তোলা বন্ধ করল ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের এ তথ্য জানানো হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকে এ নির্দেশনা কার্যকর করবে ব্যাংকটি।
এতে বলা হয়, প্রিয় গ্রাহক, ১ জানুয়ারি ২০২৪ থেকে ইবিএলের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ভ্রমণ কোটার মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যেকোনো বৈধ কেনাকাটা করতে পারবেন গ্রাহক।
বিদেশে নগদ অর্থ তোলা বন্ধের বিষয়ে ইবিএল হেড অব কম্যুনিকেশন্স অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে তাই খরচ কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেনাকাটার সুযোগ রয়েছে। কেউ চাইলে তার ভ্রমণ কোটা অনুযায়ী কেনাকাটা করতে পারবেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে বিদেশে নগদ অর্থ তোলা বন্ধ করে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ব্র্যাক ব্যাংক সবসময় ডিজিটাল লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করছে। এছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয়। তবে ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটা করতে পারবে। এর আগে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্যাংকটি দেশের বেতরে ক্রেডিট কার্ড থেকে নগদ উত্তোলন বন্ধ করেছিল।
এএ