ভারতে ১.৬৫ শতাংশ কমেছে চা রফতানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-১৮ ১০:০৩:২৮
ভারতে বিদায়ী ২০২৩ সালের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ভারতের আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ২৬ লাখ ৯০ হাজার কেজিতে। দেশটির চা বোর্ড এ তথ্য জানিয়েছে।
তথ্য বলছে, উত্তর ভারত থেকে সবচেয়ে বেশি চা রফতানি হয়। ওই অঞ্চল থেকে ১০ মাসে রফতানি হয়েছে ১১ কোটি ৩ লাখ ৩০ হাজার কেজি, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪ দশমিক ৬২ শতাংশ কম।
তবে দক্ষিণ ভারত থেকে রফতানি বেড়েছে। গত বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত এ অঞ্চল থেকে রফতানি হয় ৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার কেজি। আগের বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৭ কোটি ৮০ হাজার কেজি। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৩ দশমিক ২৫ শতাংশ।
ভারত ২০২২ সালে ২৩ কোটি ১০ লাখ ৮০ হাজার কেজি চা রফতানি করেছিল। ২০২১ সালে রফতানির পরিমাণ ছিল ১৯ কোটি ৬৫ লাখ ৪০ হাজার কেজি। এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ১৭ দশমিক ৫৭ শতাংশ। তবে নিম্নমুখী রফতানিতে ২০২৩ সাল শেষ করেছে দেশটির চা খাত। ওই বছরের নভেম্বর ও ডিসেম্বরের রফতানির চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে খাতসংশ্লিষ্টরা জানান, মূলত ইরানের বাজারের কারণেই রফতানিতে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। ইরান সরকার চা আমদানির জন্য বৈদেশিক মুদ্রা বরাদ্দ কমিয়ে দিয়েছে। এতে দেশটির ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিতে বাধ্য হয়েছেন।
এনজে