চলন্ত ট্রেনে নামাজ আদায়ের পদ্ধতি

আপডেট: ২০২৪-০১-২২ ১৫:৫৮:৩৮


প্রত্যেক মুসলিমের ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ। চলন্ত ট্রেনে নামাজ ঘর থাকে। সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব হলে ফরজ নামাজ বসে আদায় করা জায়েজ হবে না। প্রয়োজনে কিছু ধরে দাঁড়ানো যেতে পারে। নামাজে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা কষ্টকর হলে কোনো কিছুর ওপর ভর করে বা কিছু ধরে দাঁড়ানো জায়েজ। যদি কিছু ধরেও নামাজে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়, তাহলে বসে নামাজ পড়া জায়েজ হবে।

চলন্ত ট্রেনে নামাজে দাঁড়ানোর সময় কেবলার দিক নিশ্চিত হয়ে সেদিকে ফিরে দাঁড়াবে। ট্রেন ঘুরে যাওয়ার কারণে কিবলার দিক পবির্তন হয়েছে বুঝতে পারলে নামাজের ভেতরই কেবলার দিকে ঘুরে যাবে। কিবলার দিক পরিবর্তন হয়েছে বোঝার পরও কিবলার দিকে না ঘুরলে নামাজ নষ্ট হয়ে যাবে। ওই নামাজ আবার পড়তে হবে।

তবে কেউ যদি শুরুতে কিবলার দিক নিশ্চিত হয়ে কিবলামুখী হয়ে দাঁড়ায় এরপর নামাজের ভেতর কিবলা পরিবর্তন হয়েছে বুঝতে না পারে এবং ওই দিকে ফিরেই নামাজ শেষ করে, তাহলে নামাজ হয়ে যাবে।

এনজে