টমেটো চ‍াষে ব্যাপক লাভের আশা কৃষকের

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-৩০ ১৫:৩৭:১৯


চলতি মৌসুমে উদয়ন প্লাস জাতের টমেটো চাষে ব্যাপক লাভের আশা করছেন কৃষক। বাজারদর ভালো, পরিশ্রম ও খরচ তুলনামূলক কম হয় বলে উচ্চফলনশীল জাতের এ টমেটো চাষে ঝুঁকছেন অনেক কৃষক।

জেলার বিভিন্ন স্থানে উদয়ন প্লাস, উদয়ন, রোমা, বাহুবলী ও স্থানীয় অন্য জাতের টমেটো চাষ করা হয়। সদর উপজেলার কালিদহ, পাঁচগাছিয়া, মোটবী, ফুলগাজী উপজেলার সদর, দরবারপুর, মুন্সিরহাট, আমজাদহাট, আনন্দপুর, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি, চর দরবেশ, চরচান্দিয়া, আমিরাবাদ, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর, রাধানগর, দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর, রাজাপুরসহ প্রায় সবকটি এলাকায় বেড়েছে টমেটোর চাষ।

এ বিষয়ে ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর রবি মৌসুমে ফেনী জেলায় টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩০০ হেক্টর। এরই মধ্যে ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ করা হয়েছে। এর মধ্যে ৭০ হেক্টর জমিতে উদয়ন প্লাস জাতের টমেটো চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে ২৫ টন ফসল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

কৃষি বিভাগ বলছে, টমেটো আবাদ করা কৃষকদের ভালো ফলনের দিক মাথায় রেখে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে স্থানীয় কৃষকেরা জৈব সার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা বাড়ছে। বিষমুক্ত সবজি চাষ নিশ্চিত হচ্ছে। আশা করা হচ্ছে, এ বছর রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে টমেটোর বাম্পার ফলন হবে।

এনজে