সরিষার বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-৩১ ১৬:৩৬:১৯


বরিশালের আগৈলঝাড়া উপজেলার দিগন্তজ‍ুড়ে ফুলে ভরা সরিষা মাঠ দেখে কৃষকদের মুখে হাসির ঝিলিক। প্রাকৃতিক বিপর্যয় না হলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন তারা। উপজেলার রাজিহার, বাকাল, গৈলা, রতনপুর ও বাগঘা ইউনিয়নের নদী তীরবর্তী ও বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে উপজেলায় বিভিন্ন অঞ্চলে সরিষার চাষ অনেকাংশেই বেড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে বিনা-৪, বারি-১৪, বারি-১৭, বারি-১৮ জাতের সরিষা আবাদ হয়েছে। পাশাপাশি উপজেলায় ২ শতাধিক চাষিকে সরিষার বীজসহ ইউরিয়া, টিএসপি ও পটাশ সার দিয়েছে কৃষি অফিস।

আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় জানান, চাষের শুরু থেকেই সরিষার রোগবালাই দমনে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। যে কারণে ফলনও ভালো হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় সরিষার ফলন ভালো হয়।’

তিনি বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে সার, বীজ ও কীটনাশকসহ আর্থিক সহযোগিতা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা চাষ থেকে কৃষকেরা বাড়তি মুনাফা আয় করতে পারবেন।’

এনজে