ইউক্রেন-রাশিয়ার মধ্যে ৪ শতাধিক বন্দি বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০১ ১১:৩২:০২


ইউক্রেনের হামলায় রুশ বিমান বিধ্বস্তের পর প্রথমবারের মতো বন্দি বিনিময় করলো দুদেশ। বুধবার (৩১ জানুয়ারি) মুক্তি পায় দুই দেশের ৪ শতাধিক বন্দি। খবর বিবিসির।

১৯৫ সেনা মুক্তির খবর জানিয়েছে মস্কো। ২০৭ ইউক্রেনীয় দেশে ফেরার খবর জানান দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছাড়া পাওয়াদের তালিকায় আছে ন্যাশনাল গার্ড সদস্য, সীমান্তরক্ষী ও পুলিশ কর্মকর্তা। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ তৎপরতা বলে জানা যায়।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৫০ বার বন্দি বিনিময় হলো দুদেশের মধ্যে। সবচেয়ে বেশি ৪৭৮ জন করে বন্দি মুক্তি পায় গত ৩ জানুয়ারি। গত সপ্তাহে ৬৫ ইউক্রেনীয় বন্দিকে মুক্তির উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিলো রুশ বিমান। কিয়েভের হামলায় বিধ্বস্ত হয় সেটি। জেলেনস্কি প্রশাসনের দাবি, বন্দি পরিবহনের কথা জানায়নি মস্কো।

এম জি