টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জনের প্রাণহানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৩ ০৯:৩২:০১
টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, নাটোর জেলার রতন (২৭), তার শিশুপুত্র সানি (৬) ও রাজশাহীর বেলপুকুরের শরীফ। টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার মো. নাজমুল হুদা বকুল তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষণিক তিনজন কাটা পড়ে নিহত হন।
তিনি জানান, উত্তরবঙ্গগামী একটি বাস নষ্ট হয়ে ঘটনাস্থলের কাছে দাঁড়িয়েছিল। যাত্রীরা গাড়ি থেকে নেমে রেললাইন ধরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দ্রুত ট্রেন চলে আসায় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে বাসটি দ্রুত চলে যায়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের সদস্য আলী আকবর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনজে