রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট: ২০২৪-০২-০৩ ১১:৪২:৫৭


রাজধানীর কদমতলীর ধনিয়া এলাকায় নাজমুস সাকিব নিলয় (১৬) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমুস সাকিব নিলয় ধনিয়া একে স্কুলে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সেলিমুদ্দিনের ছেলে। শরাইল মসজিদ রোড ধনিয়ায় পরিবারের সঙ্গে থাকতেন।

এ বিষয়ে নিলয়ের মা নাজনিন আক্তার জানান, খেলাধুলা করতে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বাইরে যান তিনি। পরে তাঁর বন্ধুরা সিএনজিচালিত অটোরিকশায় করে আহত অবস্থায় তাঁকে বাসার সামনে রেখে যান। সেখান থেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারেনি। সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই শামসুল আলম বলেন, ছেলেটি ধনিয়া বড় বাজার এলাকায় বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুড়ি উৎসবে ঘুড়ি উড়াতে গিয়েছিল। সেখানে কোথাও থেকে পড়ে গিয়ে বা কারো মারধরে মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ওই এলাকায় একটি ভবনের সে লিফটের পাশে পড়েছিল। হয়তো লিফট থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনজে